"আর কতো এভাবে.....
.... আমাকে কাঁদাবে???
আরো বেশি কাঁদালে..
উড়াল দিবো আকাশে..
নব্বই দশকের মানুষের কাছে এই গানগুলো অনেক পরিচিত। বলতে গেলে একটা প্রজন্মের বেড়ে উঠা এই গানগুলো শুনে। তখনকার দিনে বিনোদনের উপকরণগুলো এতো সহজলভ্য ছিলো না।
বলছি ১৯৮০-২০০০ সালের সময়টুকুর কথা। এখনকার দিনেরমতো সবার বাসায় বাসায় টেলিভিশন ছিলো না, রোডিও ছিলো হাতেগোনা কয়েকজনের বাসায়, আর মোবাইল, ফেসবুক কিংবা ইউটিউবের কথা তো তখনকার দিনে কারো কল্পনাতেও ছিলো না।

