হতে চাইলে ওয়েব ডেভেলপার....(শেষ পর্ব)

0

গত পর্বে আমরা ওয়েব ডেভেলপমেন্ট এর প্রথম ধাপ অর্থাৎ Front - End Development নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা Back-End Development নিয়ে আলোচনা করবো। Back-End Development এ যাওয়ার আগে আপনাকে প্রথমে version control অর্থাৎ Git & GitHub ভালোভাবে শিখে নিতে হবে। Version control জানা যেকোনো ওয়েব ডেভেলপার এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনি যদি JavaScript নিয়েই সামনে আগাতে চান তাহলে আপনাকে JavaScript এর ফ্রেমওয়ার্ক Node.js এবং Express.js শিখতে হবে আর আপনি যদি PHP এর উপরে আগ্রহী হন তাহলে PHP শিখে এর ফ্রেমওয়ার্ক Laravel শিখে নিতে হবে, এবং আপনি চাইলে Python নিয়েও আগাতে পারেন সেক্ষেত্রে আপনাকে Python এবং এর ফ্রেমওয়ার্ক Django শিখতে হবে। এবার আপনাকে Rest API নিয়ে খুব ভালো করে ধারণা লাভ করতে হবে। এই পর্যায়ে এসে একটু রেস্ট নিন.. রিফ্রেশ হয়ে নিন...



রেস্ট নেওয়া শেষ হলে এবার Database শিখতে বসুন, আপনি MySQL অথবা MongoDB শিখতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি MongoDB এবং React.js শিখেন তাহলে আপনি একজন MERN Stack Developer হবেন এবং আপনি যদি MongoDB এবং Angular.js শিখেন তাহলে আপনি একজন MEAN Stack Developer হবেন। আর আপনি যদি Front-End এবং Back-End শিখতে পারেন তাহলে আপনাকে কংগ্রাচুলেশন!!! কারণ আপনি এখন একজন Full Stack ওয়েব ডেভেলপার। আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা...

কনটেন্টটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন..  


১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন...


Post a Comment

0Comments
Post a Comment (0)