আমরা জানি, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Run করার জন্যই তার নিজস্ব একটি Environment Setup-এর দরকার পড়ে। JavaScript-এর ক্ষেত্রেও তাই। কিন্তু, ২০১৫ সালের পূর্বে একটি HTML Page-এর সাথে JavaScript-কে Link-up করে ব্রাউজারে তা রান করা হতো। যেহেতু Node.js আবিষ্কারের পরে JavaScript কোড এখন যেকোনো মেশিনে Run করা যায় তাই এখন আর আমাদের ব্রাউজারে রান করার প্রয়োজন হয় না। তাই আমরা প্রথম থেকেই Node.js ইনস্টল করে Terminal-এ JavaScript কোড Run করবো।
Node.js install করার জন্য এখানে গিয়ে যেকোনো একটি ভার্সন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এর Installation Process অন্য ১০ টা Application-এর মতোই।
Node.js Install করা হয়ে গেলে যেকোনো Terminal-এ node -v command দিয়ে আপনার Node ভার্সন চেক করে নিন। যদি Node ভার্সন আসে, তাহলে বুঝবেন আপনার কম্পিউটারে Node.js ঠিকমতো Install হয়ে গেছে।
তারপর আপনাকে যেকোনো একটি Code Editor ডাউনলোড করে Install করতে হবে। আমি VS Code ব্যবহার করি, আপনিও চাইলে VS Code ডাউনলোড করতে পারেন। VS Code ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তারপর আপনাকে একটি Terminal ডাউনলোড করতে হবে। আপনি চাইলে Windows-এর Default Terminal cmd কিংবা PowerShell ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে cmd কিংবা PowerShell-এ সব Command সাপোর্ট করে না। তাই আপনি চাইলে Git-Bash ইনস্টল করে নিতে পারেন। Git-Bash সব Operating System-এই ব্যবহার করা যায়। Git-Bash ইনস্টল করতে এখানে ক্লিক করুন।
Git Bash Install করা হয়ে গেলে যেকোনো Terminal-এ git --version command দিয়ে আপনার Git ভার্সন চেক করে নিন। যদি Git ভার্সন আসে, তাহলে বুঝবেন আপনার কম্পিউটারে Git Bash ঠিকমতো Install হয়ে গেছে।
এখন আপনি কোড করার জন্য পুরোপুরি প্রস্তুত। আপনার প্রথম JavaScript রান করতে এখানে ক্লিক করুন।

