JavaScript এর ইতিহাস

1

আমাদের অনেকের মাঝেই একটি ভুল ধারণা আছে যে, Java এবং JavaScript একই ল্যাঙ্গুয়েজ আসলে তেমন না। Java এবং JavaScript সম্পূর্ণ আলাদা। JavaScript বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। JavaScript না জেনে Web Development  সম্ভব নয় তাই, JavaScript কে Web এর মাতৃভাষাও বলা হয়। JavaScript একটি হাই-লেভেলের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং এটি শিখতেও সহজ। Interactive কাজের ক্ষেত্রে JavaScript অবশ্যই প্রয়োজন হয়। Interactive বলতে বুঝায়, Interaction এর ফলে যে কাজ সম্পাদন হয় বা সহজ ভাষায় বল্লে আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো বাটনে ক্লিক করি সে অনুযায়ী আমরা একটি রেসপন্স পাই তা JavaScript দিয়ে করা হয়। একজন Web Developer কে অবশ্যই HTML, CSS এবং JavaScript জানতেই হবে। JavaScript এর বিভিন্ন Version আছে :


1. The Original JavaScript ES1, ES2, ES3 (1997-1999)

2. The First Main Version ES5 (2009) 

3. The Second Version ES6 (2015)  



এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ES1, ES2 এসব কি? ES বা ECMAScript হলো JavaScript এর অফিসিয়াল নাম। সুতরাং যাহাই ECMAScript তাহাই JavaScript. ১৯৯৭-১৯৯৯ পর্যন্ত Version গুলোকে বলা হয় ES1, ES2, ES3 যা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নামেও পরিচিত। ২০০৯ এ এর আপডেট version ES5 আসে তারপর ২০১৫ সালে এর যুগান্তকারী আপডেট ES6 আসে। ES6 আসার পরেই JavaScript আলোড়ন তৈরি করে এর আগে JavaScript কে Toy Language বলা সুতরাং ES6 এবং JavaScript একই, এটি নিয়ে কনফিউজড হবার কিছু নেই। 

আমরা ধাপে ধাপে JavaScript এবং ES6 সম্পর্কে আরো জানবো..


JavaScript-এর জন্য Environment Setup করতে এখানে ক্লিক করুন। 


Post a Comment

1Comments
  1. পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করছি

    ReplyDelete
Post a Comment