আপনার প্রথম JavaScript কোড!

0

Happy New Year!! আজ নতুন বছরের প্রথম দিন। দেখতে দেখতে 2023 চলে এলো। জীবন থেকে হারিয়ে গেলো আরো একটি বছর। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু করুন আপনার কোডিং জার্নি আপনার প্রথম JavaScript কোড দিয়ে। তো চলুন শুরু করা যাক..



কোডিং শুরু করার পূর্বে আপনাকে আপনার কম্পিউটারে একটি Folder তৈরী করে নিতে হবে। তারপর সেই Folder-এর ভিতরে প্রবেশ করে মাউসে Right click করলেই আপনার কম্পিউটারে যদি Git Bash ইনস্টল থাকে তাহলে Git Bash Here নামে একটি Option দেখতে পাবেন। সেখানে Click করলে একটি Terminal ওপেন হবে। সেখানে code . Command  দিলেই আপনার Folder-টি VS Code-এ Open হয়ে যাবে। 

আপনি চাইলে VS Code-এ ঢুকে Manually Folder ওপেন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ctrl+O চেপে Folder-টি ওপেন করতে হবে। 

তারপর আপনাকে ওই Folder-এর মধ্যে একটি JavaScript File Create করতে হবে। File Create করার সময় আপনাকে অবশ্যই Filename-এর শেষে File-এর Extension দিয়ে দিতে হবে, ফাইল Extension সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

এক্ষেত্রে আপনি ২ টি পদ্ধতি অনুসরণ করতে পারেন:

১. নিচের ছবিটিতে দেখানো আইকন এর উপরে ক্লিক করে File Create করে নিতে পারেন।

২. VS Code-এর Terminal ওপেন করে সেখানে touch fileName Command দিয়ে।  ধরা যাক, আপনি index.js নামে একটি File Create করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি touch index.js Command দিবেন। 

যেহেতু আপনি একজন ডেভেলপার হবেন তাহলে আপনাকে প্রথম থেকেই Terminal-এ কাজ করার অভ্যাস করতে হবে।

File তৈরী করা হয়ে গেলে এবার File-টিতে গিয়ে কোড করা শুরু করুন। JavaScript-এ কোনোকিছু Print করার জন্য মানে কোনোকিছু আউটপুটে দেখতে সেটি console.log(yourText) এর মধ্যে লিখতে হয়। এক্ষেত্রে আপনি যা আউটপুটে দেখতে চান তার Data Type যদি String হয় তাহলে সেটি Single Quotation বা Double Quotation ভিতরে লিখতে হবে, আর আপনার Data Type যদি Number হয় তাহলে Quotations দেওয়ার দরকার নেই। ব্রাকেটের শেষে আপনি Semicolon দিতেও পারেন নাও দিতে পারেন, সেটিতে কোনো সমস্যা নেই।  নিচের ছবিটি দেখে দেখে কোড করার চেষ্টা করুন।


 

এবার আবার Terminal ওপেন করে node fileName Command দিন, ধরুন আপনার File-এর নাম index.js তাহলে node index.js Commandদিবেন। Terminal-এ যদি আপনার ইনপুট-গুলো আউটপুট আকারে আসে তাহলে আপনাকে অভিনন্দন!! কারণ আপনি আপনার প্রথম JavaScript কোড সফলতার সাথে Run করতে পেরেছেন। এবার আরো Practice করুন।


ভেরিয়েবল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন


Post a Comment

0Comments
Post a Comment (0)