ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার আগে আমাদের অনেকের মাথায়ই প্রশ্ন আসতে পারে যে, ওয়েব কি? এটি কিভাবে কাজ করে? এবং এই প্রশ্নটি আসাই স্বাভাবিক। আবার অনেকে ইন্টারনেট এবং ওয়েব-কে একসাথে গুলিয়ে ফেলে। কিন্তু, ওয়েব এবং ইন্টারনেট সম্পূর্ণ আলাদা। আপনি একজন ওয়েব ডেভেলপার হবার আগে ওয়েব কি এবং এটি কিভাবে কাজ করে এটি জানা অত্যন্ত জরুরি। আজকে আমরা ওয়েব নিয়ে বিস্তারিত জানবো।
আমাদের অনেকের মনেই একটি ভ্রান্ত ধারণা আছে যে, ওয়েব এবং ইন্টারনেট একই জিনিস। কিন্তু না, ওয়েব এবং ইন্টারনেট দুটি আলাদা জিনিস। সহজ ভাষায় বললে দুটি ডিজিটাল ডিভাইসের মধ্যে সংযোগকেই ইন্টারনেট বলে। ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বের ডিজিটাল ডিভাইসগুলি ( ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট টিভি ইত্যাদি) একে অপরের সাথে যুক্ত হতে পারে। অন্যদিকে ওয়েব হচ্ছে একটি টেকনোলজি যা ইন্টারনেটের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। ওয়েব ব্যবহার করে আমরা ইন্টারনেটের মাধ্যমে আরেকজনের কম্পিউটারে থাকা ডাটা দেখতে পারি এবং তা ব্যবহার করতে পারি। ওয়েব মূলত একটি ডাটা বা ইনফরমেশন শেয়ারিং মডেল। এটি একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য HTTP ব্যবহার করে।
HTTP কি? জানতে এখানে ক্লিক করুন...

